শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০১৫

স্নানঘর

কথার ভেতর জেগে উঠলো মুখ
মুখের ভিড়ে হারিয়ে গেলো কথা!

মাথার ভেতর তোলপাড়-কে
নাড়লো, খোলা দরজায় কড়া?

চৌকাঠ থেকে ফিরে গেলো কোন
সে বাঁক! কোন সে মনীষা?

আকাশে খুলে খুলে রাখা আমিকে
কে তুমি গুছিয়ে রাখো, অসময়ে?

দু'হাত জুড়ে মেখে নিলাম সাবান,
আয়না জুড়ে কেবল সাদা, শূণ্যতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন