মঙ্গলবার, মার্চ ১৪, ২০১৭

খোলা জানালায় একটি চিল-চিৎকার

খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি নাতো


চুড়োটি বেঁধে রাখি। চুল পরে যদি
বেগুনপোঁড়া-ভাতে। সারাটি সময়-
বিকট অভাব, বুকটি ঘসে যাবে।


খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি নাতো


রঙ দেখি সঙ ও দেখি, ঘণ্টা ঘরে
যুজছে অবিরাম। মিনিটে সেকেন্ডে
পাল্টে যাচ্ছে দিক্ শূন্য বিশ্ব-গ্রাম।


খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি নাতো


বি-পজিটিভ। মিলিজুলি নেই রক্তে। সবই
আছে ঠিকঠাক। বুকের গভীরে যাকিছু,
সবটুকু, সবটুকু দানপত্রে লিখেনি কেউ।


খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি নাতো

বৃহস্পতিবার, মার্চ ০২, ২০১৭

প্রণয় কথা

মুখ চেপে ছিলো।
চোখ ঢেকে ছিলো।
কানসেও।
অনেকটা সময়।

স্বেচ্ছায় দূরে থাকাকে-
'চরম প্রাপ্তিবলেযারা উদ্বাহু
হয়ে নেচেছে এতটা কালসে
পরিত্যক্ত জলাশয়ের ধারেতাদেরই
ছায়া চলাচলঘন হতে লাগলোপুনরায় !

জলের বুকে বাতাসের দোলায় ভাসছে,
না ডুবে যাওয়াএকটি পুরো বাক্য-
আমি নিজেকে ভুলে যেতে চেয়েছি শুধু