শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০১৫

ফুসমন্তর

চোখ দু'টো বাবার মতো মুখটা অনেকটা মায়ের,
হাত-পা বেশ চলনসই, আহা, গোঁসাই জেনো
স্বয়ং এলেন!

নাকছাবিটা খুঁজে পেতে, বসত-ভিটে
পায়ের ধূলোয় ভরে দিলেন!

প্লিজ, ভুলবেন না প্লিজ, পা বাড়াতে
আপত:কালীন কাগজপত্তর সাথে নেবেন,
প্রবেশপথে থানাবাবুরা, দেখতে চাইবে, দেবেন।
চারদিকে যা ধূলো, কাঁদা, বালি!

ও হরি
আসছে দিন তোরই

ফোঁস করতে বারণ করেনি গোঁসাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন