বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০১৫

পোড়া মানচিত্র

মাথায় আসে হাত অবধি আসে না

আয়ারাম – গয়ারাম আর বন্ধ দরজার গল্প
এখনও ভারি করে রেখেছে বাতাস!
ছানি কাটা দোকানে জমিয়ে তুলেছে ভিড়!
বিছানা, মেঝে, পাপোষ...সব একাকার করেছে
বুড়ো ভামের দল আর তাদের মাথার ভেতর
জমে ওঠা ঘাম! নেটজেন বলে -চিৎকার জুড়ে
দেয়া সারমেয় সকল জানে না, কতটা জরুরী 
একা, নি:সঙ্গ, স্বেচ্ছা-নির্বাসন!

মাথায় আসে হাত অবধি আসে না

মেধার বাতানুকুল জানালা, অদৃশ্যায়িত ঘুঙুর
জানে,
রক্তকাদা মাখা ঘাসে কেনো উল্টে রয়েছে,
আমাদের,
অলিখিত সাদা পাতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন