সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০১৫

অঘুমে

বুদ্ধির চাষ তোমার
ঢের হলো,
এবার একটু
আলো দাও।

দু'এক পশলা বৃষ্টি
ঝড়ুক উঠোনে;
তুমিও তো-
দেখনি উদয়!

তোমার হাতে কত
কলকব্জা, নালিশ,
হা-ভাতে মরি
কপাল চাপড়াই!

তোমার জন্যেও
চাইছি এবার প্রভু,
এবার একটু
আলো দাও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন