বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০১৫

তমসা

শূণ্য দু'হাতে উঠেছে যা কিছু
তুমি তার নাম দিলে-
'সম্ভব' আর
কি অসম্ভব তৎপরতা
একটি ভোরের জন্য!

সাত সকাল থেকে
গলা শুকিয়ে কাঠ অথচ,
একবিন্দু ছুঁয়ে দেখিনি
বরং
ডাকপিওনের বাড়ানো হাত ও
তাতে ধরে রাখা প্রাণবায়ু
দেখে-ভয়ানক আঁৎকে উঠি।

একে তুমি যাই বলো আজ এটুকুই
তোমাকে লিখলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন