মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০১৫

দূরত্ব এড়িয়ে

তার হেঁটে যাওয়া দেখে
মুগ্ধ,
তার কথা শুনে শিহরিত
মানুষের
মুখ, পুরনো কলের গান হয়ে
বাজে!

চমক ভেঙে গেলে জড়ো হয়
ভীতি।

শুকনো বন্দর, মজে যাওয়া নদীদের
নিয়ে কোলাহল আজও - জনপদে;
অথচ,
কেউ কাটেনি, একাকী সাঁতার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন