বুধবার, নভেম্বর ২৫, ২০১৫

রূপকথা / ১

ডুবছি ক্রমাগত বিপুল
জলরাশির অতলে
কি জেনো টেনে নিচ্ছে
ভেসে ওঠার কোনো সুযোগ নেই

জলতলে বালির খাঁজে আটকে একটি নাকছাবি
তাতে কয়েক যুগের দীর্ঘশ্বাস
এইমাত্র অতিক্রম করলাম
বিসর্জনের দিন ঘাটের ভিড়ে কারা যেন বলাবলি
করছিলো, মায়ের মুখের সাথে নাকছাবিটা দারুণ মানিয়েছে

অইটুকু শুধু
মনে হলো, ঘূর্ণির পাকে সেঁধিয়ে যাবার আগে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন