শুক্রবার, ডিসেম্বর ২৫, ২০১৫

একাকী দিন, প্রগাঢ় অন্ধকারে

কখনো তো চাইনি ফুলেল পথ
তা বলে এতো কাঁটা বিছানো হবে?

পাংচারের তালিতে ভরাট পা দু'খানা
লাফিয়ে চলেছে অন্দরে-বাহিরে।

রক্তমাখা পুরনো ব্যান্ডেজে ভরে আছে
নিগমের আঁস্তাকুর সেই জন্মকাল থেকে।

জগৎ মাতার পুজো প্রদর্শনে রাস্তা
এঁটে দিচ্ছে জ্যামার সব ব্যাস্ত পায়ে।

পাহাড়ের জল ও সমতলে স্নানযাত্রা
এখনও নিয়ন্ত্রিত বেনিয়ার দূরবীণে।

কালভার্টের ঢাকনা তুলে একাকী
সেঁধিয়ে যায় দিন, প্রগাঢ় অন্ধকারে।

কখনো তো চাইনি ফুলেল পথ
তা বলে এতো কাঁটা বিছানো হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন