বৃহস্পতিবার, মার্চ ০২, ২০১৭

প্রণয় কথা

মুখ চেপে ছিলো।
চোখ ঢেকে ছিলো।
কানসেও।
অনেকটা সময়।

স্বেচ্ছায় দূরে থাকাকে-
'চরম প্রাপ্তিবলেযারা উদ্বাহু
হয়ে নেচেছে এতটা কালসে
পরিত্যক্ত জলাশয়ের ধারেতাদেরই
ছায়া চলাচলঘন হতে লাগলোপুনরায় !

জলের বুকে বাতাসের দোলায় ভাসছে,
না ডুবে যাওয়াএকটি পুরো বাক্য-
আমি নিজেকে ভুলে যেতে চেয়েছি শুধু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন