শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০১৫

ওগো দু:খ জাগানিয়া

ঘুমিয়ে থাকলে সব শান্ততল্লাট জুড়ে 
সবাই জানে একথা। 
জানে নাঘুম ও জাগরণের মাঝে
চোখে কি করে ভিড়ে ভিড়ে থাকে
অগাধ অমলিন সব স্বপ্ন 

পাড়াতুতো এক নেতা ফাঁদ পেতে টুকে নেয়
ভুলভাল আর ফিরি করতে
বেড়িয়ে পরে পুরাতন পথ ধরে ধরে 
জানে নাতাকে দেয়া হয়েছে শুধু
সামান্য বহন ক্ষমতা 

একেবারে ঘুমিয়ে পরার আগে 
তোমায় চুমু খেতে চাই, 
একথা বুজিয়ে ফেলা দীঘির জলে
লিখে ভাসিয়ে দিলে আগরতলা শহর
কেঁপে কেঁপে ঢুকে পরে খাঁচায় খাঁচায়।

পাহাড়ের জলে অবিরাম কলকল অমল ধ্বনি
সমতলে লেপে থাকে সমূহ পতন ও কান্না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন