রবিবার, সেপ্টেম্বর ২০, ২০১৫

একটি বিশেষ ঘোষণা

বাবুদের চোখে ঢাঁই করা নানা ধরণের সিঁড়ি
একটি নামিয়ে এনে 
চল চেপে ধরি আকাশে 
ঈশ্বর নেমে এলে আজ পায়ে জুড়ে দেবো 
আইটেম সঙ্, ডিজে তোলরে ঝড় 
সব চিক্ মারা শরীর থেকে ঝরিয়ে দেবো 
নুন, দেখি কতদূর যেতে পারে প্ররোচক 

রাজপথ থেকে সমস্ত সতর্কী বার্তা নামিয়ে ফেলো
বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ভরে দাও ক্ষয়রাতির হা-মুখ, 
পুলিশ তুমিও সাপ্তাহিক ছুটি দাবি রাখো, 
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল 
একটি দিন পাহারা দিক সমস্ত অস্ত্রাগার  থানা, 
ট্রাফিক তুমি তুলে নাও সমস্ত সিগন্যাল, দেখো 
ভিআইপি কিকরে কঁকিয়ে কঁকিয়ে পার হয় 
স্মার্ট সিটির পথ খিস্তির ভান্ড উগরে দিয়ে 

আমাদের নুন আর ভাতের চিন্তা কোনোদিনই ফুরোবে না
আমাদের স্বাস্হ্য, শিক্ষা, বাসস্হানের সুরাহা করতে হারিয়ে
ফেলেছে যারা যৌবন তাদের গাল বেয়ে নেমে 
আসছে আজ ইলিশে তেল আর আমাদের বুক চিরে
দেখা হচ্ছে দলীয় পতাকার রং কতটা উজ্জ্বল, 
তাদের পায়েও কষে বেঁধে দাও ঘুঙুর, ডিজে তোমার 
জাদু হাতে তোলরে ঝড়
আজ সব চিক্ মারা শরীর থেকে ঝরিয়ে দেবো নুন 

সংরক্ষিত বনাঞ্চল যতই প্ররোচিত করুক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন