সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০১৫

কু-হক্ কথা

আগুনের কোনো শোক নেই।

চারপাশের কান্না, হতাশা, ক্ষোভ,
হাহাকার ক্রমশ: নামিয়ে ফেলছে,
আকাশ ঢেকে রাখা টুকরো কাপড়!

আগুনের কোনো শোক নেই।

কিন্তু তুমি জেনেবুঝে ভুল পড়ছো
আবহাওয়া সংবাদ অভ্যাসের বশে
আর নিজ বাগানে বাড়ছে বিক্ষোভ!

আগুনের কোনো শোক নেই।

তোমার ঝুল বারান্দায় নিজ গন্ধ
মুছে ফেলতে চাইছে, অতি যত্নের
কামিনী, এবার তুমি কাঁদলে খুব!

আর পাহাড় জুড়ে বিকট চিৎকার

আগুনের কোনো শোক নেই।
আগুনের কোনো শোক নেই।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন