সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০১৫

মুখোমুখি

কিছু মানুষের মুখ জেনো লেপ্টে থাকা ঝড়
কিছু মানুষের কন্ঠ জেনো বিনা মেঘে বজ্র
কিছু মানুষের হাত জেনো কদমতলের বাঁশি
কিছু মানুষের পা জেনো জেগে থাকা উল্লাস

আমার কোনো কিছুতে নেই তেমন কোনো সঙ্কেত
আমার আয়না জুড়ে এক অচেনা পাখি, দিনরাত
গেয়ে যায়, চিরচেনা. রোপনের গান, অক্লান্ত!

আজ তাকে গালি দিলাম জবরদস্ত
আর তার চোখ গোল গোল হয়ে
বেড়িয়ে এলো,
অনেক অনেক আমি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন