সোমবার, সেপ্টেম্বর ২১, ২০১৫

কনফেশান

ব্যার্থতার ইতিহাস লিখি আমি
বৃক্ক তোমার সইতে পারলো না
অন্ধকার লিখবার আগে আমার
আয়ুষ্কাল তুমি ধারণ কর পিতা


হে পাহাড় তুমি জেগে থাক অনন্ত
বাঘের বাচ্চাগুলো তোমার টোলে
বেত খাক্, শুশ্রষা পেয়ে বাড়ুক
বেঁচে উঠুক ডুবন্ত সব মৌল স্বপ্ন

ভূমি, প্রেমে যতো কম্পন উঠুক
বিশ্বাস যতই টাল খাক্ দোলকে
তোমার পদচ্ছাপে পা গলানোর
প্রয়াস থেকে যোজন দূরত্বে আমি

আর কখনো লিখবো না তোমায়
টাকার প্রয়োজন, দ্রুত পাঠিয়ে
প্রণাম নিও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন