বুধবার, নভেম্বর ২৫, ২০১৫

ভৌতিক চরাচর

চারদিকে হিংসা, ধ্বংস, হাহাকার, 
কোলাহল,
বিকট শূণ্যতা !

এরই ফাঁকে কারা যেন বাতাসে 
ভাসায়ি চলে ভালবাসার গান,
তার গায়ে বিদ্রোহের চাপা গন্ধ !

রাজধানী, জাতীয় সড়ক, সংবাদপত্র
সভা-মিছিলের পদভারে
ক্লান্ত, বিমূঢ়, হতবাক্।

মিছিল ফেরৎ লোকজন দরদাম
শেষে বাজার বয়ে ফিরে যায়
নিজস্ব আস্তনায়, অভ্যাস মতো !

আশা ও কামনায় ফুরিয়ে ফেলা জীবন
নিয়ম করে একদিন মুছে যায়
রেশনকার্ডে।

ঠাকুর্দার বাবার নাম ক'জনা মনে করতে পারে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন