বুধবার, নভেম্বর ২৫, ২০১৫

একটি ময়নাতদন্ত সংবাদ

মৃত্যুর কথা ভেবে ক্লান্ত হতে চাইনা ;
অনিবার্য সব আমার দিকে ধাবিত হউক।
অমল ভান্ডে আমি জমিয়ে রাখি
প্রতিশোধ স্পৃহা।

আমার পিতাই আমার ঈশ্বর।
তৈলাক্ত বাঁশের অঙ্ক
দু'জনই এড়িয়ে চলি, নিদারুণ।
অমিলতা আমাদের সেতুবন্ধ।

পেছন ফিরে দেখা কখনো ফিরে আসা নয়
নাভিমূলে দারুণ এক মোচড়,
বরং আড়চোখে তাকানো বহুমাত্রিক
নিখুঁত ভাঁজ এঁকে দেয় কপালে ।

উজ্জ্বল লালটিপ কখনোই ষষ্ঠ ইন্দ্রিয় নয়
তা কেবল অন্ধকারকে দীর্ঘায়িত করে চলেছে,
সমাবেশ ফেরত মুখগুলোতে তাকালে
চোখ নেমে আসে পায়ের পাতায়।

হে সড়ক, তোমায় সষ্টাঙ্গ প্রণাম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন