শুক্রবার, ডিসেম্বর ২৫, ২০১৫

একটি সাক্ষাৎকার

চোখে চোখ রাখ, চোখ নামিও না প্লিজ 
যা বলতে চাও, সোজাসুজি, স্পষ্ট বলো।

উচ্চারণ আগে নিজের কানে তুলে নিও,
বিড়বিড় করা এখন আর মানায় না।
নিজের ভেতর মুক্ত হতে সময় লাগে,
সব কপাট ক্যাজুয়ালি খোলে না। সব
জানালায় সমান আলো আসে না।
সরলরেখা টানা সহজ নয় মোটে।

কে মাপে কাকে? জীবন চক্রাকারে ঘুরছে।
গতি, ঘূর্ণন শূন্যের মান নির্ভর।
আমি ও আমার গণ্ডির বাইরে যে সকল
বৃত্ত, সেখানকার আলো আরও অনেক স্বচ্ছ।
অনেক উজ্জ্বল।
চোখে জমা ময়লা আড়াল করে দেয়,
অসীম চরাচর।
আকাশ আর পৃথিবীর মাঝে লটকে থাকা
প্রাণের খেলা, বড় রোমাঞ্চকর।
বড় রহস্যময়।

চোখে চোখ রাখ, চোখ নামিও না প্লিজ
যা বলতে চাও, সোজাসুজি, স্পষ্ট বলো।
সরলরেখা টানা সহজ নয় মোটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন